বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খানের এক বক্তব্য নিয়ে ভারতজুড়ে চলছে নানা তোলপাড়। আর এমন সময় আমির ইস্যুতে গত বুধবার (২৫ নভেম্বর) দেশটির মধ্য প্রদেশের জাবালপুরে এক নারী আত্মহত্যা করেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
জানা গেছে, স্বামীর সঙ্গে বাক-বিতণ্ডার পর সোনাম পাণ্ডে নামের ২৪ বছর বয়সী এ নারী বিষপান করেন। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্বামীর নাম মায়ানক পাণ্ডে। এ দম্পতির তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
এ প্রসঙ্গে পুলিশকে বলেন, ‘ভারতজুড়ে অসহিষ্ণুতার বিষয়ে আমিরের সাম্প্রতিক মন্তব্য নিয়ে এ দম্পতির মধ্যে আলোচনা হয়। কথার এক পর্যায়ে দুজনের মাঝে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এ নারী আমিরের একজন ভক্ত ছিলেন। আমিরের মন্তব্য নিয়ে স্বামী ঠাট্টা করলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।’
‘কিরণ এবং আমি প্রথম থেকেই ভারতে বসবাস করছি। কিন্তু এই প্রথম সে আমাকে দেশ ছাড়ার কথা বলেছে। বাড়িতে এই বিষয়টি নিয়ে আমি যখন কিরণের সঙ্গে কথা বলি- কিরণ বলেছিল, তাহলে কী আমাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত?’ এমন মন্তব্য করার পর রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠনের তোপের মুখে পড়েন আমির। এমনকি বলিউডের অনেক অভিনয়শিল্পীও তাকে নিয়ে দ্বিমত পোষণ করেছেন।