ঢাকা: সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক নির্বাচনে আলতাফ মাহমুদ (দৈনিক ডেসটিনি) সভাপতি এবং ওমর ফারুক (বাসস) মহাসচিব নির্বাচিত হয়েছেন।
সারা দেশে আলতাফ মাহমুদ ভোট পেয়েছেন ১০৭৩টি, আর মহাসচিব ওমর ফারুকের প্রাপ্ত ভোট হলো ৮৬৭টি।
মহাসচিব ও কোষাধ্যক্ষ ছাড়া বাকি পদগুলোর অধিকাংশ আলতাফ-মোল্লা প্যানেল থেকেই বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জলিল-কামাল প্যানেলের মধুসূদন মন্ডল। তিনি ভোট পেয়েছেন ৯৯০টি। একই প্যানেল থেকে একমাত্র সদস্য নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের সৈয়দ ইশতিয়াক রেজা।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলতাফ মাহমুদের প্যানেল থেকে সৈয়দ জাফর ওয়াজেদ। এ ছাড়া একই প্যানেল থেকে যুগ্ম মহাসচিব পদে ডেইলি অবজারভার পত্রিকার অমিয় ঘটক পুলক, নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের মফিদা আকবর, দৈনিক বর্তমানের স্বপন দাশগুপ্ত ও শফিউদ্দিন আহমেদ বিটু নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবসহ ঢাকার বাইরেও বিএফইউজের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকায় ২৫১১ ভোটারের মধ্যে মোট ১৪২৮ জন ভোট দেন। ভোট গ্রহণ শেষে রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক আবু তাহের।
এদিকে ঢাকায় গৃহীত ভোটের ফলাফলে সভাপতি পদে নির্বাচিত আলতাফ মাহমুদ ৭৭৭টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল জলিল ভূঁইয়া পেয়েছেন ৬০৫ ভোট। সহসভাপতি পদে নির্বাচিত সৈয়দ জাফর ওয়াজেদের ভোট হলো ৯০০টি, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিম আরা মিনু পেয়েছেন ৪৪০টি ভোট।
মহাসচিব পদে নির্বাচিত ওমর ফারুকের ঢাকায় প্রাপ্ত ভোট হলো ৫৮৫টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা জালাল পেয়েছেন ৫৭৫টি। আর জলিল পরিষদের মহাসচিব প্রার্থী কামাল উদ্দিন পেয়েছেন ২৩৩টি ভোট।
যুগ্ম মহাসচিব পদে ডেইলি অবজারভার পত্রিকার অমিয় ঘটক পুলক পেয়েছেন ৫০১টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম সবুজ পেয়েছেন ৪৪৫টি, আর আব্দুল মজিদ পেয়েছেন ৪১৩টি ভোট।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত বাসসের মধুসূদন মন্ডল ঢাকায় ভোট পেয়েছেন ৬২৬টি, আর তার প্রতিদ্বন্দ্বী বাসসের আতাউর রহমানের ঢাকায় প্রাপ্ত ভোট হলো ৭১১টি।
প্রথম সদস্য হিসেবে নির্বাচিত একাত্তর টেলিভিশনের সৈয়দ ইশতিয়াক রেজার প্রাপ্ত ভোট ৮০৯টি। ৭২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন দৈনিক ইত্তেফাকের মফিদা আকবর। ৫৯৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন দৈনিক বর্তমানের স্বপন দাশগুপ্ত, আর ৫৮২ ভোট পেয়ে চতুর্থ সদস্য নির্বাচিত হয়েছেন শফিউদ্দিন আহমেদ বিটু। এ ছাড়া জাকিরুল পেয়েছেন ৪০০টি, তানভীর আলাদিন ৩৪৭টি ও মজুমদার জুয়েল ৩৫৫টি ও খালেক লাভলু ২৩৮টি ভোট।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পরপরই জাতীয় প্রেসক্লাবে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজয়ী সাংবাদিক ও তাদের শুভাকাক্সক্ষীরা। তারা এ সময় বিএফইউজের নতুন দুই শীর্ষ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। মহাসচিব ওমর ফারুককে সঙ্গে নিয়ে বিজয় মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তণ সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিইউজের নেতা গাজী জহিরসহ বিপুলসংখ্যক সাংবাদিক।
ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ ১০ ইউনিয়নের মোট ৩ হাজার ২৬৩ জন ভোটার এই নির্বাচনে দুই বছরের জন্য বিএফইউজের সভাপতি, মহাসচিব, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ নির্বাহী কমিটির নেতা নির্বাচনে ভোট দেন।
ঢাকার বাইরে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- চট্টগ্রামে শহিদ-উল আলম, রাজশাহীতে প্রদীপ ভট্টাচার্য শংকর ও খুলনায় মনতোষ বসু। একইভাবে যুগ্ম মহাসচিব হয়েছেন চট্টগ্রামে তপন চক্রবর্তী, রাজশাহীতে জিএম সজল ও খুলনায় মোজাম্মেল হক হাওলাদার।
নির্বাচিত সদস্যরা হলেন- চট্টগ্রামে আসিফ সিরাজ ও নওশের আলী খান, নারায়ণগঞ্জে আসিফ হোসেন ও মজিবুল হক পলাশ, রাজশাহীতে জাবিদ অপু ও মোহাম্মদ আনিসুজ্জামান, ময়মনসিংহে মীর গোলাম মোস্তফা ও রবীন্দ্রনাথ পাল, বগুড়ায় আবুল কালাম আজাদ ঠান্ডা ও আরিফ রেহমান, কক্সবাজারে আয়াছুর রহমান ও মো. মজিবুল ইসলাম, খুলনায় আসাদুজ্জামান রিয়াজ ও গৌরাঙ্গী নন্দী, দিনাজপুরে আবু সাঈদ বিপ্লব ও আরিফুল আলম পল্লব এবং যশোরে প্রণব দাশ ও মনিরুজ্জামান মনির।
নির্বাচনে আলতাফ মাহমুদ-মোল্লা জালাল এবং আবদুল জলিল ভূঁইয়া-খায়রুজ্জামান কামাল এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া স্বতন্ত্রভাবে মহাসচিব পদে ওমর ফারুক এবং যুগ্ম মহাসচিব পদে আবদুল মজিদ প্রতিদ্বন্দ্বিতা করেন।