সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ একরাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা কমিটির মনোনীত প্রার্থী একরাম এবারে এ ওয়ার্ডের ভোটারের কাছে নতুন মুখ। সদালাপী ও বিনয়ী একরাম ইতিমধ্যে ভোটারের মন জয় করতে সক্ষম হয়েছে।
নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর জন্য কি করবেন এমন প্রশ্নের জবাবে একরাম সিসি নিউজকে জানান, ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখা, প্রতিটি সড়কে বাতির ব্যবস্থা করা, নালা-নর্দমা পরিস্কার রাখা ও তৈরি করা, চলাচলে অনুপযোগি সড়ক মেরামত করা হবে তার প্রধান কাজ। তিনি আরও বলেন, শিক্ষা জীবন থেকে আমি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। এ ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবি মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম এবং থাকবো সারা জীবন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলর হতে চাইলেই কাউন্সিলর হওয়া যায় না। ভোটারের মন জয় করতে হলে অবশ্যই ভালো গুণাগুন থাকতে হবে। ভোট আসলেই প্রার্থীরা ভালো মানুষ সেজে ভোটারদের বোকা বানায়। সেদিন এখন আর নেই। যোগ্য প্রার্থী নির্বাচন করতে ভূল করেনা ভোটাররা। কারণ ভোটারের হাতেই রয়েছে কাউন্সিলর নির্বাচিত করার মূল চাবিকাঠি।