সিসি নিউজ : আগামী ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা প্রতিবারের ন্যায় শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার এ সূচি প্রকাশ করা হয়।
গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ফাঁস রোধে এবারই প্রথম- আগে এমসিকিউ পরীক্ষা এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত সূচিতে আরও জানানো হয়, পরীক্ষার্থীদের এমসিকিউ, সৃজনশীল ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। এমসিকিউ এবং তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ মার্চ। সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা এবং বিকেলের পরীক্ষা হবে ২টা থেকে ৫টা পর্যন্ত।
এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ শুরু হয়ে শেষ হবে ১৪ মার্চ।