• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন |

বিজয়ের মাসে অসমাপ্ত যুদ্ধ সমাপ্ত করার ডাক দিন শেখ হাসিনা

New Rose Cafe, Saidpur

গাফ্ফার।। আবদুল গাফ্ফার চৌধুরী ।। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অবসান ঘটেছিল ডিসেম্বর মাসে। এই যুদ্ধে বাঙালিরা বিজয়ী হয়েছিল এবং স্বাধীন হয়েছিল বাংলাদেশ। এটা তাই আমাদের বিজয়ের মাস। প্রতিবছর এই মাসের ১৬ তারিখে আমরা বিজয় দিবস পালন করি। আমার প্রয়াত বন্ধু, চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুল মুক্তিযুদ্ধে বাঙালির এই বিজয় দেখে একটি বই লিখেছিলেন, নাম ‘আমি বিজয় দেখেছি’। আমি এই বইটি নিয়ে আলোচনা লিখতে গিয়ে লিখেছিলাম, আমিও এই বিজয় দেখেছি এবং আবার এই বিজয়ের ছিনতাইও দেখেছি। ১৯৭১ সালের যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম; কিন্তু যুদ্ধটি সমাপ্ত হয়নি। এখন সেই যুদ্ধের ৪৪ বছর পর সেই অসমাপ্ত যুদ্ধের পুনরাবৃত্তি দেখছি।

১৯৭১ সালে আমাদের স্বাধীনতাযুদ্ধ অসমাপ্ত ছিল-এই সত্যটি প্রথম ধরা পড়ে একজন মার্কিন সাংবাদিকের চোখে। তিনি এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি বই লিখেছিলেন। নাম ‘অ্যান আনফিনিশড ওয়ার’। ১৯৭১ সালে রণাঙ্গনের যুদ্ধে জয়ী হওয়ার পর আমাদের জাতীয় চেতনা ছিল আনন্দে ও বিষাদে মুহ্যমান। একদিকে বিজয়ের আনন্দ এবং অন্যদিকে অসংখ্য বরেণ্য বুদ্ধিজীবীকে হারানোর বিষাদ। একই বছরের মার্চ মাসের কালরাতে বুদ্ধিজীবী হত্যার পর ডিসেম্বর মাসে ঘটে দ্বিতীয় দফা বুদ্ধিজীবী হত্যা। সারা দেশে এই বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা হত্যার বধ্যভূমিগুলো ছড়িয়ে আছে। এই বধ্যভূমিতে পাকিস্তানি হানাদারদের সঙ্গে ঘাতকের ভূমিকা গ্রহণ করেছে জামায়াত নেতারা; দীর্ঘকাল পর এখন যাদের বিচার ও দণ্ড হচ্ছে।

স্বাধীনতার যুদ্ধ শেষ হওয়ার পরপরই আনন্দ ও বিষাদে মুহ্যমান জাতি বুঝে উঠতে পারেনি রণাঙ্গনের যুদ্ধে জয়ী হওয়াই কি তাদের স্বাধীনতার যুদ্ধের সমাপ্তি, না এর আরো কোনো পরবর্তী ধাপ আছে? যে ধাপগুলো না পেরোলে যুদ্ধজয় অসমাপ্ত থাকবে। রণাঙ্গনের জয় রাজনৈতিক জয়কে নিশ্চিত করে না। এই রাজনৈতিক জয় ছাড়া যুদ্ধজয় সমাপ্ত হয় না। আমাদের একাত্তরের যুদ্ধ যে অসমাপ্ত ছিল এই সত্যটা জাতিকে বোঝানোর দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বের। যুদ্ধজয়ের পর তারাই তখন ক্ষমতায় ছিল।

কিন্তু এই দায়িত্ব তারা যথাযথ পালন করতে পারেনি। প্রথমত, একটি প্রবল শক্তিশালী বিদেশি সামরিক শক্তির সঙ্গে অসমযুদ্ধে মাত্র ৯ মাসে জয়লাভ, জয়লাভের পর যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের বিরাট সমস্যার মোকাবিলা করা, সদ্য অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করার জন্য অভ্যন্তরীণ প্রতিক্রিয়াশীল শক্তি ও বিদেশি সাম্রাজ্যবাদীদের যে চক্রান্ত দানা বাঁধছিল তা প্রতিহত করা, তখনকার পাকিস্তান, সৌদি আরব ও আমেরিকাকে নিয়ে গঠিত অক্ষশক্তির প্রকাশ্য বিরোধিতা থেকে দেশটিকে রক্ষা করা, বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের কাছ থেকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি আদায় করা, জাতিসংঘ ও কমনওয়েলথে বাংলাদেশের আসন সংগ্রহ ইত্যাদি দুরূহ কাজে স্বাধীনতা-উত্তর প্রথম সরকার এতই ব্যস্ত ছিল যে রণাঙ্গনে বিজয় লাভের পরবর্তী ধাপ রাজনৈতিক বিজয় অর্জন দ্বারা এই যুদ্ধের সফল সমাপ্তির দিকে সঙ্গে সঙ্গে এগোনোর সময় ও সুযোগ তারা পায়নি।

সাধারণ যুদ্ধেরও একটা নিয়ম হলো রণাঙ্গনের যুদ্ধে শত্রু পরাজিত হওয়ার পর পশ্চাদ্ধাবন করে তাদের নির্মূল করতে হয়। বহিঃশত্রুর সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার পরও ঘরের শত্রু নির্মূল করার কঠোর পদক্ষেপ নিতে হয়। নইলে অর্ধমৃত সাপ আবার তাজা হয়ে মাথা তুলবেই। আমেরিকা স্বাধীনতাযুদ্ধে জয়ী হয়েছিল; পরবর্তী গৃহযুদ্ধ এড়াতে পারেনি। বাংলাদেশেও একাত্তরের যুদ্ধে স্বাধীনতার দেশীয় শত্রুরা রণাঙ্গনে পরাজিত হয়েছে; রাজনৈতিক যুদ্ধে পরাজিত ও নিশ্চিহ্ন হয়নি। তারা আত্মগোপন করেছিল এবং তলে তলে সংগঠিত হয়েছে আবার যুদ্ধে নামার জন্য।

স্বাধীনতার পক্ষের শক্তি এই যুদ্ধ সম্পর্কে জনগণকে সতর্ক ও সচেতন করে রাজনৈতিক যুদ্ধেও শত্রুপক্ষকে পরাজিত করে দেশের স্বাধীনতাকে নিরাপত্তা দিতে পারেনি। স্বাধীনতার শত্রুরা তাদের রাজনৈতিক যুদ্ধেও ধর্মকে হাতিয়ার করেছে। প্রচার করেছে, এই স্বাধীনতা হলো ‘হিন্দু ভারতের দাসত্ব করা’। স্বাধীনতাযুদ্ধের চার আদর্শের একটি ধর্মনিরপেক্ষতা হলো ধর্মেরÑবিশেষ করে ইসলামের বিরোধিতা করা। মসজিদ, মাদ্রাসাগুলোকে আশ্রয় করে ধর্ম প্রচারের আবরণে এই শক্তিশালী মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে জামায়াতসহ ধর্মান্ধ দলগুলো মিলে। নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও তাদের মসজিদ-মাদ্রাসাকেন্দ্রিক রাজনীতি বন্ধ হয়নি। তাদের পেছনে বহিঃশক্তিও সাহায্য জুগিয়েছে। যেমন তখনকার পাকিস্তান, সৌদি আরব ও আমেরিকা। চীনও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মিত্র ছিল না এবং বঙ্গবন্ধু বেঁচে থাকা পর্যন্ত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি।

স্বাধীনতার শত্রুরা-বিশেষ করে জামায়াত দিন দিন শক্তি সঞ্চয় করেছে। তাদের মিত্র হিসেবে পরবর্তীকালে গ্রহণ করেছে ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল বিএনপি; যদিও নামে অসাম্প্রদায়িক। কিন্তু অতীতের সাম্প্রদায়িক মুসলিম লীগ-রাজনীতির পুনরুজ্জীবন ঘটে বিএনপির রাজনীতিতে। গণতান্ত্রিক বিরোধিতার পথে নয়, একাত্তরের অসমাপ্ত যুদ্ধের রেশ ধরে একই লক্ষ্যে সন্ত্রাস দ্বারা দেশে আবার যুদ্ধাবস্থা সৃষ্টি করে তারা শুধু সরকার বদল নয়, রাষ্ট্রের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রও বদলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনারই প্রথমভাগে, বিএনপিরও জন্মর আগে বঙ্গবন্ধু হত্যা ও তাঁর সরকারকে উচ্ছেদ করা হয়। চালানো হয় নির্মম জেলহত্যা। বিএনপির প্রতিষ্ঠাতা নেতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিচার প্রহসনে কর্নেল তাহেরসহ শত শত মুক্তিযোদ্ধাকে হত্যা করেন। সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র হত্যা করেন। জামায়াতসহ সাম্প্রদায়িক দলগুলোর পুনরুজ্জীবন ঘটান। জামায়াতের পলাতক নেতা গোলাম আযমকে পাকিস্তান থেকে সাদরে ডেকে এনে রাজনীতিতে পুনর্বাসিত করেন।

পাকিস্তানের অনুকরণে বাংলাদেশেও শুরু হয় মস্ক অ্যান্ড মিলিটারির আঁতাতে এক পশ্চাৎমুখী রাজনীতির অভিযাত্রা। জেনারেল এরশাদের আমলে সংবিধানে রাষ্ট্রধর্মের সংযোজন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের একজনকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বতা করার সুযোগ দান, একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকারী একজনকে মন্ত্রিসভায় গ্রহণ ইত্যাদি পদক্ষেপ দ্বারা বাঙালির অসমাপ্ত যুদ্ধজয়ের সাফল্যকে আরো ভালোভাবে ছিনতাইয়ের ব্যবস্থা হয়।

১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশে প্রতিবছর বিজয় দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। সেনাবাহিনী কুচকাওয়াজ করেছে। ঘরে ঘরে পতাকা উড়েছে। কিন্তু এই উৎসবের আড়ালে বিজয়ের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। আমরা যে এই বিজয়কে বেশি দিন ধরে রাখতে পারিনি তার অন্য একটি বড় কারণ, মুক্তিযুদ্ধ-পরবর্তী স্বাধীনতার পক্ষের দলগুলোর মধ্যে অনৈক্য, বিবাদ ও সংঘাত। দেশে গণতন্ত্রই পাকাপোক্ত হয়নি, গণতন্ত্রের শত্রুরা নিপাত যায়নি, তার আগেই একদল অ্যাডভেঞ্চারিস্ট ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের’ ধুয়া তুলে সদ্য ক্ষমতায় বসা গণতান্ত্রিক সরকারকে আঘাত করা শুরু করে। স্বাধীনতার পক্ষের ছাত্র ও যুব ফ্রন্টেও বিভক্তি দেখা যায়। একদল হঠকারী বামপন্থী-সন্ত্রাসী গ্র“প দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে শুরু করে বেপরোয়া সন্ত্রাস। আÍগোপনকারী জামায়াতিরা এক শ্রেণির মসজিদ ও মাদ্রাসাকে তাদের সরকারবিরোধী সশস্ত্র তৎপরতায় ট্রেনিং কেন্দ্র করে তোলে।

দেশি-বিদেশি সম্মিলিত চক্রান্তের মুখেই বঙ্গবন্ধুর সরকারের পতন ঘটে। শুরু হয় দেশটির পশ্চাৎমুখী যাত্রা। শুরু হয় স্বাধীনতা ও বিজয় দিবসের আদর্শে বিশ্বাসী রাজনীতিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীদের হত্যার অভিযান। আর এই হত্যার রাজনীতি স্বৈরাচারী শাসনামলে শুধু প্রশ্রয় পায়নি; ক্ষমতায় তাদের শরিক করা হয়েছে। জামায়াতের ভেতর থেকে জেএমবি, হরকত, আনসারুল্লাহ ইত্যাদি নামে অসংখ্য জঙ্গি গ্রুপ তৈরিকে উৎসাহিত করা হয়েছে। আফগানিস্তানে তালেবানদের বর্বর অভ্যুত্থানের সময় বাংলাদেশে যারা স্লোগান দিয়েছে, ‘বাংলা হবে আফগান, আমরা সবাই তালেবান’, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি।

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় নেতাদের হত্যার প্রচণ্ড আঘাত সহ্য করে আওয়ামী লীগের আবার মাথাচাড়া দিয়ে দাঁড়াতে সময় লেগেছে। এবার আওয়ামী লীগের কাণ্ডারি হতে হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। একজন গৃহবধূকে রাজনৈতিক নেতৃত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে রাক্ষস বধের অভিযানে নামতে হয়েছেÑএটা কম সাহসের পরিচয় নয়। দেশে স্বাধীনতার শত্রুপক্ষের, বিশেষ করে জামায়াত ও তার সহযোগী সন্ত্রাসী গ্রুপগুলোর সন্ত্রাস এখন বিভিন্নমুখী। কখনো আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, কখনো মুক্তমনা ব্লগার হত্যা, কখনো খ্রিস্টান চার্চ ও শিয়া মসজিদে হামলা, নানা ধরনের সন্ত্রাস দ্বারা দেশের গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা চলছে। এখনো এই ধ্বংসাত্মক শক্তির পেছনে মদদ জোগাচ্ছে সেই চেনামুখ বিদেশি শক্তি, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

শেখ হাসিনার জীবনের ওপরও বারবার ভয়াবহ হামলা হয়েছে। ভরসার কথা, এই পৌনঃপুনিক হামলার মুখেও তিনি অদম্য ও দৃঢ়চিত্ত রয়েছেন। তিনি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ও দণ্ডদানের ব্যবস্থা করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। তাঁর নেতৃত্বেই স্বাধীনতার পক্ষের শক্তি আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তিনি একে একে স্বাধীনতাযুদ্ধের আদর্শগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ছিনতাই করা বিজয় দিবসটি আবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় জীবনে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন।

আমার ধারণা, শেখ হাসিনা জানেন, তাঁর বাবার নেতৃত্বে স্বাধীনতার যে যুদ্ধ অসমাপ্ত রয়ে গেছে সেটি সমাপ্ত করার দায়িত্ব তাঁর কাঁধে বর্তেছে। স্বাধীনতার পরাজিত শত্রুপক্ষ আবার যুদ্ধে নেমেছে। এবারও তাদের হাতে ধর্মান্ধতার অস্ত্র এবং প্রক্রিয়া সাধারণ মানুষ ও বুদ্ধিজীবী হত্যা। এবারও তাদের পেছনে মদদ জোগাচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়াশীল শক্তি। এই যুদ্ধে জয়-পরাজয়ের ওপর বাংলাদেশের ভাগ্য নির্ভর করে। খবর বেরিয়েছে, উত্তরবঙ্গে আবার স্বাধীনতার শত্রু জঙ্গিরা নতুন করে শক্তি সঞ্চয় করছে, সংঘবদ্ধ হচ্ছে। এটা একাত্তরের অসমাপ্ত যুদ্ধের চূড়ান্ত পর্যায়। শেখ হাসিনাকে সাহস হারালে চলবে না। এবারের ডিসেম্বর মাসটিও বিজয়ের মাস। ১৬ তারিখে বিজয় দিবস উদ্যাপিত হবে। এই দিবসেই অসমাপ্ত যুদ্ধ সমাপ্ত করার এবং চূড়ান্ত বিজয় অর্জন করার লক্ষ্যে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিন শেখ হাসিনা। বলুন, আমরা আবার যুদ্ধে নেমেছি। আমাদের জয়ী হতে হবেই।

কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ