বাগেরহাট : উচ্চ আদালতে দায়ের করা মামলা চলমান থাকায় আইনি জটিলতা এড়াতে মংলা পোর্ট পৌরসভার নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভোটার ও সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে করা একটি রিটের প্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নেয়।
জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মল্লিক জানান, উচ্চ আদালতের নির্দেশে মংলা পোর্ট পৌরসভার নির্বাচনের সব কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে এ সংক্রান্ত কয়টি রিট বা এর বাদী কতজন তা তিনি জানাতে পারেননি।
তিনি আরো বলেন, আমরা শুধুমাত্র নির্বাচন স্থগিতের নির্দেশ পেয়েছি। বাদবাকি তথ্য কাগজপত্র না দেখে বলা যাচ্ছে না।
মংলা উপজেলা নির্বাচন অফিসার মো. জাকারিয়া বলেন, নির্বাচন স্থগিতের খবর আমাদের কাছে এসেছে। ফলে এখন থেকে আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে না। এর আগে এ পৌরসভায় মেয়র পদে ৩টি ও কাউন্সিলর পদে ১৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
অপর একটি সূত্র জানায়, মংলা পোর্ট পৌরসভার ৪নং ওয়ার্ডের হোলসিম সিমেন্ট ফ্যাক্টরি থেকে দিগরাজ পর্যন্ত এলাকা পৌরসভার গেজেটভুক্ত না হওয়া এবং প্রায় তিন হাজার ভোটারের বৈধতা নিয়ে করা রিটের কারণে এ নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন আদালত।