• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন |

বদরগঞ্জে মেয়র পদে ৫ জনের মনোনয়ন পত্র জমা

New Rose Cafe, Saidpur

নির্বাচনবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে বড় তিন দলসহ পাঁচজন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যদিকে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররাও মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টির প্রার্থী লতিফুল খাবির নেতা-কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এরপর বেলা ৩টার দিকে আওয়ামী লীগ প্রার্থী উত্তম কুমার সাহা এবং বিএনপি প্রার্থী পরিতোষ চক্রবর্তী নেতা-কর্মীদের মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়াও মেয়র পদে ইসলামী আন্দোলনের আব্দুল বাকী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজিজুল হক তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিসার জিএম শাহাতাব উদ্দিন জানান, নিবার্চন অবাধ ও সুষ্ঠু করতে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ