সিসি নিউজ: উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি সৈয়দপুর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পৌরবাসীর সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার অঙ্গিকার নিয়ে সিসি নিউজকে বলেন, মেয়র নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের সুখে-দুখে পাশেই থাকবো।