সিসি নিউজ: বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের সৈয়দপুর উপজেলা, পৌর ও ওয়ার্ড শাখার নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন। আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সাখাওয়াৎ হোসেন মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, পৌর মেয়র নির্বাচিত হলে দূর্নীতি পরায়ন ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও যানযট মুক্ত শহর গড়ে তোলার পাশাপশি পৌরবাসী তাদের সবধরনের নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করার নিশ্চয়তা দেন তিনি।