দিনাজপুর প্রতিনিধি : ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিমালা ভঙ্গ করে একক ক্ষমতাবলে বিভিন্ন ব্যক্তির করের টাকা কমিয়ে জাহাঙ্গীর আলম পৌরসভার আর্থিক ক্ষতি করেছেন। এ ছাড়া চাহিদা না থাকা সত্ত্বেও একক ক্ষমতাবলে তিনি কর্মচারী নিয়োগ দিয়েছেন। স্থানীয় সরকার বিভাগে তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র।
সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
এ ব্যাপারে রাতে মোবাইলে তার সাথে যোগাযোগ তিনি বলেন, বরখাস্ত হওয়ার কথা শুনেছি ও টিভিতে দেখেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা আমি পাইনি।