গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে দুই সহোদর শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের ইউসুফ সরদারের ছেলে রায়হান ওরফে এয়াকুব সরদার (১০) ও রইজ সরদার (৪)। এয়াকুব সরদার ভোজেরগাতী আব্দুর রউফ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। নিহতদের বাবা ইউসুফ সদরকার টুঙ্গীপাড়া উপজেলার গহওরডাঙ্গা মাদ্রাসায় শিক্ষকতা করেন।
এ ঘটনায় নিহতের বাবা ইউসুফ সরদার ও মা কুলসুম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য গভীর রাতেই থানায় নিয়ে আসা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মা কুলসুম বেগম সাংবাদিকদের জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন তিনি। এ সময় দুই দুর্বৃত্ত তাকে বেঁধে রেখে ঘরে ঢোকে। তারা আলাদা স্থানে শুয়ে থাকা রায়হান ও রইজকে হত্যা করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর চিৎকার করলে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে ও দুই ভাইকে মৃত অবস্থায় দেখতে পায়।
ঘটনার পর গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পুলিশ সুপারসহ (সার্কেল) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি তদন্ত দলও সেখানে যায়। কারা কী কারণে এ শিশুদের হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এদিকে, এ হত্যাকাণ্ড নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, স্বামী ইফসুফ সরদার চাকরির কারণে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে কুলসুম বেগমের সঙ্গে হয়ত কারো অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এর জের ধরেই হয়ত শিশু দুটিকে খুন করা হয়েছে।
গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার করা হবে।