• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন |

রাজশাহীতে ভারতীয় কয়েদির মৃত্যু

New Rose Cafe, Saidpur

মৃত্যুরাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মোস্তাক শেখ (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা সূত্র জানায়, মোস্তাক শেখ ভারতীয় নাগরিক ছিলেন। তার বাড়ি ভারতের মালদহ জেলার বালিয়াচর থানার মজমপুর গ্রামে। তিনি ওই গ্রামের জরিউদ্দিনের ছেলে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন জানান, বিকেল ৪টার দিকে মোস্তাক শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

কয়েদি মোস্তাক শেখ একটি নারী নির্যাতন মামলার যাবজ্জীবন (৩০ বছর) সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মোস্তাক শেখ।

১৯৯৮ সালের ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর আদালতে তার ওই সাজা হয়। সেই থেকে সাজাভোগ করছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ