• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার নীলফামারীতে দেড় শতাধিক নারী-পুরুষ নিলেন দুর্ণীতিবিরোধী শপথ

দিনাজপুরের কান্তজিউ’র রাসমেলায় বোমা বিস্ফোরণ ।। আটক ৬

New Rose Cafe, Saidpur

Dinajpur Kantoju Photo-02মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ’র মন্দিরের রাসমেলায় যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণে ৬ জন আহত হয়েছেন। আহতদের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর ৩ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ।
দিমেক হাসপাতালে ভর্তি আহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের উমাকান্ত দাস (২২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ সদরের সাধন (৩৫) ও রংপুরের বদরগঞ্জ দামকরপুর  গ্রামের  মোকাদ্দেস হোসেন (৩৯)। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা হলেন- মিঠু, সাইদুর রহমান ও আব্দুল জব্বার।
Dinajpur Kantoju Photo-03কাহারোল থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তজিউ রাসমেলায় ভোলানাথ যাত্রা প্যান্ডেলে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্যান্ডেলের উত্তর কোণে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটালে ৬ জন আহত হন। এখন পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তিনি জানান, বিস্ফোরণের ধরন সম্পর্কে এ মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, কান্তজিউ’র রাসমেলায় মঞ্চে যাত্রা চলাকালে দুর্বৃত্তরা পরপর ৩টি  বোমা ছুড়ে মারে। এতে যাত্রা প্যান্ডেলে থাকা লোকজন আহত হয়। আহতদের দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোমা হামলায় আহত মিঠু জানান, রাতে রাসমেলার যাত্রা প্যান্ডেলে হঠাৎ কয়েকটি ককটেলের বিস্ফোরিত হয়। এতে ৬জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে  বোমার স্লিন্টারের আঘাত রয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
দিনাজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম, পুলিশ সুপার Dinajpur Kantoju Photo-01মো. রুহুল আমীনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ  মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে বিপুল সংখ্যক বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অবস্থান করছেন। পুলিশ হামলাকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ