ঢাকা প্রতিনিধি: ঢাকা মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়াটার সরকারী কর্মচারী কল্যান সমিতি নিবাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুল মান্নান বিশ্বাস সভাপতি এবং মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সরকারী কর্মচারীদের সরাসরি ভোটে নির্বাচিত অন্যান্য পদের বিজয়ীরা হলেন মোঃ মহসিন মিয়া (সিনিয়র সহ-সভাপতি), মোঃ রেজাউল করিম (যুগ্ন সাধারণ সম্পাদক) এবং মোঃ জিকু খান (সাংগঠনিক সম্পাদক)।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ বি এম রেজাউল হক।
সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে এবং স্টাফ কোয়া্টারের সার্বিক উন্নয়নে কাজ করা প্রত্যাশা ব্যক্ত করেছেন ।। নব নির্বাচিত সভাপতি পাইকপাড়া স্টাফ কোয়াটারের সকলকে আন্তরিক অভিনন্দন জানান ।