• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন |

মোদিকে হুমকি আইএস প্রধান বাগদাদির

New Rose Cafe, Saidpur

127516_1সিসি ডেস্ক: আইএসের স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদি ঘোষণা করেছেন যে, ‘নিশানায় এ বার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ মোদি মুসলমানদের কোণঠাসা করা শুরু করেছেন।’

শুধু তাই নয় ইন্টারনেটে প্রকাশিত তার সদ্য প্রকাশিত বই ‘ব্লাক ফ্লাগ ফ্রম দ্যা ইসলামিক স্টেটস’ –এ বাগদাদি লিখেছেন ‘এ বার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আইএস।’

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা বলছেন, বাগদাদির এই নতুন বই আসলে সন্ত্রাসের নতুন ম্যানিফেস্টো।

বাগদাদি তার লেখা এই বইয়ে কীভাবে তাদের কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়ানো হবে, কেনো সারা বিশ্বে ছড়ানো প্রয়োজন তার নানা বাখ্যা দিয়েছেন। এছাড়াও আইএস তাদের যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার সমর্থনেও যুক্তি তুলে ধরেছেন বাগদাদি।

‘ব্ল্যাক ফ্ল্যাগস ফ্রম দ্যা ইসলামিক স্টেটস’-এ আইএস প্রধান আরো লিখেছেন, ইরাক এবং সিরিয়া ছেড়ে আর কোন কোন দেশ দখলের জন্য লড়বে তার সংগঠন।

বইতে লেখা হয়েছে, ‘আইএসআইএস এ বার ইরাক, সিরিয়া থেকে বাইরে বেরবে।… এ বার সে ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর অফগানিস্তানে পা রাখবে। আইএসআইএস এ বার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিষ উগরেছেন বাগদাদি লিখেছেন, ‘নরেন্দ্র মোদি দক্ষিণপন্থি হিন্দু রাষ্ট্রবাদী। মুসলমানদের বিরুদ্ধে ভবিষ্যতে যুদ্ধ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী মোদি এখন নিজের লোকেদের তৈরি করছেন।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ