পঞ্চগড় : পঞ্চগড় পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মওলানা আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন অফিস।
রোববার সকালে মনোনয়নপত্র যাচাই ও বাছাই পর্বে স্বতন্ত্র প্রার্থী জামায়াতের জেলা আমির মওলানা আব্দুল খালেকের মনোনয়ন বাতিল বলে ঘোষিত হয়।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারয়ার জাহান বলেন, আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও নির্বাচন বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১শ সাধারণ ভোটারের সমর্থন স্বাক্ষরযুক্ত তালিকা থাকতে হবে। আব্দুল খালেক ১শ সাধারণ ভোটারের সমর্থন স্বাক্ষরযুক্ত তালিকা প্রদান করলেও উক্ত তালিকায় প্রার্থীর স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে গত ৩ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভায় যথাক্রমে আওয়ামী লীগ থেকে জাকিয়া আনোয়ার, বিএনপি থেকে মো. তৌহিদুল ইসলাম, জাসদ থেকে আব্দুল মজিদ বাবুল ও জামায়াত থেকে জেলা আমির মো. আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র পদে মনোনয়ন দাখিল করেন।