• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন |

গাড়ি চুরির মামলায় মেয়র প্রার্থী কারাগারে

New Rose Cafe, Saidpur

bager1_263143034বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) বিদ্রোহী প্রার্থী বাবু সোমনাথ দে’কে গাড়ি চুরি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকা মূখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমনাথ দে বাগেরহাট জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক। দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সোমনাথ দে’র রাজধানীর ওয়ারীর বাড়ি থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ একটি চোরাই গাড়ি উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা করে। ওই মামলায় জামিন নিতে তিনি সোমবার আদালতে হাজির হন।

যোগাযোগ করা হলে সোমনাথ দে’র স্ত্রী সবিতা দে জানান, পরিচিত এক বন্ধুর কাছ থেকে ওই গাড়িটি কেনার পর কিছু টাকা বাকি ছিলো। পরে ওই টাকা পরিশোধ করা হলেও একটি মহলের ইন্ধনে ওয়ারী থানায় মামলাটি মামলা দায়ের হয়।

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোমনাথ দে’র প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রির্টানিং অফিসার।

কিন্তু পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার কারণেই তাকে এ বিপদে পড়তে হয়েছে বলে দাবি করেন সবিতা দে’র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ