চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারের সেলুনে সুইপারদের চুল কাটাতে নিয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে দর্শনা বাজারের সেলুনে সুইপারদের চুল কাটাতে নিয়ে গেলে স্থানীয় এক ব্যবসায়ী প্রতিবাদ করে। নির্বাহী কর্মকর্তার হাতে ওই ব্যবসায়ী লাঞ্ছিত হয়। এর জের ধরে ব্যবসায়ীরা তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। অবশেষে বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক নেতার হস্তক্ষেপে তিনি মুক্ত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান পুলিশ প্রহরায় দর্শনা রেলবাজারে দুটি সেলুনে উপস্থিত হয়ে সুইপারদের চুল কাটাচ্ছিলেন। এসময় দর্শনা বাজারের ব্যবসায়ী মসজিদ মার্কেটের ওয়ালিদ গার্মেন্টসের মালিক আজাহার এ ব্যাপারে প্রতিবাদ জানালে নির্বাহী কর্মকর্তা তার শার্টের কলার চেপে ধরে তাকে লাঞ্ছিত করেন। এ খবর বাজারে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী কর্মকর্তাকে প্রায় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। এ সময় ব্যবসায়ীদের মারমুখী চাপে পুলিশও অসহায় হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হাসান মিকা ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের ভাই দর্শনা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলী মনসুর বাবুসহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে এসে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের শান্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুক্ত করেন। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশের সহযোগিতায় তিনি দর্শনা ত্যাগ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, সুইপারদের চুল কাটানো ও হোটেলে খাবার খাওয়ানোর বিষয়ে নির্দেশনা আছে। আর ওই নির্দেশনা বাস্তবায়নে বাধা সৃষ্টিকারীরা আইনের চোখে অপরাধী। সে কারণেই ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনিকলে কর্মরত সুইপাররা দীর্ঘদিন ধরে সমাজের অন্যান্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে একই সেলুনে চুলকাটানো ও হোটেলে খাবার খাওয়ার দাবি জানিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কাউকে না জানিয়ে হঠাৎ করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান সুইপারদের নিয়ে দর্শনা রেলবাজারে পুলক ও বিদ্যুৎ সেলুনে চুল কাটাতে গেলে এ ঘটনা ঘটে।