ঢাকা: হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি টাকা মূল্যের ২০০ কেজি গার্মেন্টস পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় এসব পণ্য জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, পণ্যগুলো পাকিস্তান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
এসব পণ্যের মধ্যে ডেনিম, শার্টিং ও স্যুটিংয়ের কাপড় এবং ১১ কার্টন এক্সিসোরিজ আছে।