বিনোদন ডেস্ক: নিজের শরীর নিয়ে গর্বিত বলিউডের ‘বাবলি গার্ল’ পরিণীতি চোপড়া। সম্প্রতি ফটোশুটে তোলা কয়েকটি রগরগে ছবি টুইটারে পোস্ট করে টুইট করে এমনটাই জানিয়েছেন তিনি।
দীর্ঘ ৯ মাস পরিশ্রম করে তবেই শরীরকে এমন ফিট করে তুলেছেন৷ কাজেই তার এই ফটোশুট যে কাউকে চ্যালেঞ্জ নিতে উৎসাহ দেবে বলে জানান পরিণীতি।
যশরাজ ফিল্মসের ব্যানারে ফটোশুটটি করেছেন চিত্রশিল্পী অভয় সিং৷ কী কারণে এ ফটোশুট তা অবশ্য জানাননি পরিণীতি। তবে এই ফটোশুট যেন তার আসল রূপকেই তুলে ধরে ধরেছে৷ এমনটাই ধারণা বাবলি গার্ল-এর।
ব্যায়ামের নানা ভঙ্গিতে, কখনও বা বক্সিং অ্যাকসনে তোলা ছবিতে পরিণীতিকে যেরকম স্মার্ট ও আত্মবিশ্বাসে পূর্ণ বলে মনে হয়েছে, তিনি নিজে ঠিক এই জায়গাতেই পৌঁছাতে চেয়েছিলেন বলে জানিয়েছেন৷ বলেছেন, চার বছর আগে ছবির দুনিয়া যে মেয়েটিকে দেখেছিল, সে মেয়েটি আজ যেমন, তেমনটাই যেন উঠে এসেছে এ ফটোশুটে৷
কিছুদিন আগে পর্যন্তও যিনি ছিলেন বলিপাড়ার বাবলি গার্ল৷ এমনকী ছবিতে তার চরিত্ররা ছিল তারই মতো৷ সম্প্রতি করা এ ফটোশুটে বাবলি গার্লের ইমেজ ভেঙে একেবারে নয়া রূপে ধরা পড়লেন পরিণীতি৷