ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর এলাকায় নর্দান ডেপেলোপমেন্ট ফাউন্ডেশন কার্য্যালয়ে আদিবাসী ইস্যু ভিত্তিক সাংবাদিকদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত । শুক্রবার সকাল ১১টায় নর্দান ডেপেল্পোমেন্ট ফাউন্ডেশন কার্য্যালয়ে তাদের আয়োজনে আদিবাসী ইস্যু ভিত্তিক একদিনের কর্মশালা নর্দান ডেপেলোপমেন্ট ফাউন্ডেশন (ঘউঋ) এর কমিউনিটি ডেপেলোপমেন্ট ফ্যাসিলিটেটর ইউনিট ম্যানেজার এস এম মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর রনজিৎ কুমার রায় । অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নর্দান ডেপেলোপমেন্ট ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার উইলিয়াম সরেণ, লিগ্যাল প্রমোটর সাবাষ্টিয়ান হেমব্রম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদগুপ্ত অপু। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন, দৈনিক যায়যায়দিন ফুলবাড়ী প্রতিনিধি মোঃ রজব্ আলী, মোহনা টিভির ফুলবাড়ী প্রতিনিধি মোঃ জাহাঙ্গির আলম, দৈনিক করতোয়া ফুলবাড়ী প্রতিনিধি শেখ সাব্বীর আলী, দৈনিক সংবাদের ফুলবাড়ী প্রতিনিধি মোঃ আশরাফ পারভেজ, বিরামপুর অনলাইন পত্রিকা চড়ংংরঃরাবহবংি২৪.পড়স এর সম্পাদক ও বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ মানিক, চিরিরবন্দর উপজেলার দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মোঃ মোরশেদুল হক, বিরামপুর উপজেলার দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলার সাংবাদিক সঞ্চয় কুমার রায়, দিনাজপুরের সাংবাদিক একরামুল হক চঞ্চল প্রমূখ। কর্মশালায় অংশ নেন দিনাজপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার ১৩ জন সাংবাদিক ।