সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদের প্রার্থীরা আজ শুক্রবার জুমার নামায আদায় করেছেন বিভিন্ন মসজিদে। নামায আদায় করে মসজিদ প্রাঙ্গণে মুসল্লীদের সাথে কোলাকুলি করেছেন তারা। প্রার্থীরা ওই সময় দোয়া কামনার পাশাপাশি চেয়েছেন নিজ নিজ প্রতীকে ভোট।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার নামায আদায় করেছেন হাতিখানা বানিয়াপাড়া নূরানী জামে মসজিদে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন জুমার নামায আদায় করেছেন শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জামে মসজিদে ও জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করছেন জয়নাল আবেদীন। তিনি নামায আদায় করেছেন কয়ানিজপাড়া জামে মসজিদে।