• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন |

ট্রলারডুবি : নিখোঁজ এক যাত্রীর লাশ উদ্ধার

New Rose Cafe, Saidpur

লাশনারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ চারজনের মধ্যে এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর দুইটায় ডিক্রিরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ আব্দুল কাদেরের লাশ ভেসে উঠে। স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত আব্দুল কাদের নারায়ণগঞ্জ সদর থানার মুক্তারপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। সোমবার সকাল থেকে তৃতীয় দিনের মতো উদ্ধারকারী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও পুলিশ নদীতে উদ্ধার কাজ শুরু করে।

বক্তাবলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল রাজ্জাক জানিয়েছেন, নিখোঁজ ৪ যাত্রীর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে তিনজন। উদ্ধার অভিযান বিকেল ৫টা পর্যন্ত চলবে।

গত শনিবার ভোরে নারায়ণগঞ্জের ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে একই পরিবারের ৩ জনসহ নিখোঁজ হয় ৫ যাত্রী। এতে আহত হয়েছে কমপক্ষে আরো ১০ জন। এর একদিন পর রোবাবার বিকেলে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ