• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন |

শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন পরীমণি

New Rose Cafe, Saidpur

porimoni hot20141011131515বিনোদন ডেস্ক: বাংলাদেশ সংস্কৃতি পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান পরীমণি।

চিত্রনায়িকা পরীমণি তার নজরকাড়া গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন চলচ্চিত্রপ্রেমীদের। এ বছরের ৩ এপ্রিল, পরী অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’ সারা দেশে মুক্তি পায়। বাংলাদেশ সংস্কৃতি পরিষদের জরিপে এ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

পরীমণি ছাড়াও ভালোবাসা সীমাহীন সিনেমার পরিচালক শাহ আলম মন্ডল ও প্রযোজক আতিকুল ইসলাম পুরস্কার পেয়েছেন।

শুটিংয়ের ব্যস্ততার কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি পরীমণি। তার পরিবর্তে পুরস্কার গ্রহণ করেন পরিচালক শাহ আলম মন্ডল ও কাস্টিং ডিরেক্টর মেহেদি হাসান।

রস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খ্যাতিমান গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, সাবেক তথ্য মন্ত্রী ড. মিজানুর রহমান শেলিসহ আরো অনেকে।

নদীর বুকে চাঁদ সিনেমার শুটিং নিয়ে খাগড়াছড়িতে রয়েছেন পরীমণি। তার অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে।

মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। দর্শকদের বিনোদিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন হালের ক্রেজ পরীমণি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ