সিসি নিউজ: নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মকবুল হোসেন জগ প্রতীক পেয়েছেন। এছাড়া এই পৌরসভার অপর স্বতন্ত্র প্রার্থী সদ্য আওয়ামীলীগে যোগদানকারী ইলিয়াছ হোসেন বাবলু পেয়েছেন নারিকেল গাছ।
জলঢাকা পৌরসভায় মেয়র পদে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন আওয়ামীলীগের আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিএনপির ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, জাতীয় পাটির শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শরিফুল ইসলাম সাইফুল,স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের পৌর আমীর আলহাজ্ব মকবুল হোসেন ও বর্তমান মেয়র সদ্য আওয়ামীলীগে যোগদানকারী ইলিয়াছ হোসেন বাবলু।