সিসি নিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর নির্বাচনের অংশগ্রহণকারী বিএনপির মেয়র প্রার্থী ফারুক আহম্মেদের নির্বাচনী অফিসে হামলা হয়েছে গত সোমবার রাতে।
এব্যাপারে রিটার্নিং অফিসারসহ বিভিন্ন অফিসে আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর নৌকা প্রতীক নিয়ে ২০ থেকে ৩০টি মটর সাইকেল নিয়ে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমানের সমর্থনে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলটি শহরের পশ্চিম চার মাথা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসের কাছ দিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে সেখানে হামলা চালায়। হামলাকারিরা ওই অফিসের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবারপত্র ভাংচুর করে। এ সময় নির্বাচনী অফিসে অবস্থানরত এক প্রতিবন্ধী কিশোরকে মারপিট করে হামলাকারিরা। আহত কিশোর পৌর শহরের চক গোবিন্দ মহল¬ার আপু মিয়ার ছেলে সজিব মিয়া (১২)।
এ বিষয়ে পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখা হয়েছে। এধরণের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।