সিসি ডেস্ক: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি নীলফামারীতে তিনটি উন্নয়ন মুলক কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন। আজ মঙ্গলবার সকালে এসব কাজের উদ্ধোধন করা হয়। রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের পুলেরহাটে ২৪ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত হাট সেট ,৪৬ লাখ টাকা ব্যয়ে বড়ুয়াহাট উন্নয়নে ৯০০ মিটার দীর্ঘ পাকা সড়ক এবং ১ কোটি ৮১ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে সোনারায় ইউনিয়নে ২৬৫৮ মিটার দীর্ঘ পাকা সড়ক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনজেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, ইউএনও সাবেত আলী ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলীমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ,উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান প্রমুখ। এ সময় মন্ত্রী বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শুধু শহর নয় গ্রামের উন্নয়নে ব্যাপক ভাবে এগিয়ে এসেছে। ধীরে ধীরে গ্রামের সকল হাটবাজার রাস্তাঘাট পাকা করন করা হবে।