ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ধানের শীষ মার্কা মোঃ শাহাদত আলী সাহাজুল ইসলাম এর পক্ষে ভোট চেয়ে কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দ গনসংযোগ করেছে। শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহাবুবুর রহমান ও কেন্দ্রƒীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক ও রংপুর বিভাগের সাংগাঠনিক সম্পাদক মোঃ আসাদুল হাবিব (দুলু), বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ জেড এম রেডওয়নূল হক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন আজাদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আঃ খালেক, জেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান মিন্টু সহ কেন্দ্রীয় নের্তৃবৃন্দ এবং জেলা বিএনপি ও ফুলবাড়ী উপজেলা বিএনপির নের্তৃবৃন্দ আসন্ন পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোঃ শাহাদত আলী সাহাজুল ইসলাম এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ফুলবাড়ী পৌরশহরে এবং ওয়ার্ডে ওয়ার্ডে গনসংযোগ করেন।
গনসংযোগ শেষে দলীয় কার্য্যালয়ের সামনে পথসভায় ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান করেন । লেঃ জেঃ মাহাবুবুর রহমান জনতার উদ্দেশ্যে বক্তব্যে বলেন এই জালিম সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করে ৫ই জানুয়ারীর নির্বাচন নীল নকশার নির্বাচন করেছেন। আবার ও এই সরকার সেই ৫ই জানুয়ারীর মতো নীল নকশায় নির্বাচন করতে চাচ্ছে। আপনারা আমাদের মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কায় সাহাজুল ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর প্রত্যেক ভোটকেন্দ্র পাহারা দিবেন যাতে করে ব্যালট চুরি করে নিজেরা সীল মেরে বাক্স ভর্তি করতে না পারে। এদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।