• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

রংপুরের পাউবো’র প্রকৌশলীকে হুমকি

New Rose Cafe, Saidpur

হুমকিসিসি নিউজ: ৪ লাখ টাকা চাঁদার দাবি করে পেট্রোল বোমা মেরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানকে তার গাড়িসহ উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে আনসার-উল্লাহ বাংলা টিম।

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে একটি মোবাইলফোনের মাধ্যমে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে ওই হুমকি দেয়া হয় বলে তিনি রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

মাহবুবুর রহমান জানান, নীলফামারীর ডালিয়াস্থ অবসর নামে অবকাশ যাপন ভবনে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাকে ০১৮৭১-৪৮৪৬৭০ নম্বর মেবাইলফোন থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে ৪ লাখ টাকা চাঁদার দাবি করে। টাকা না দিলে হুমকি দিয়ে বলা হয় তার গাড়িসহ তাকে পেট্রোলবোমা মেরে উড়িয়ে দেয়া হবে।

এছাড়া তার স্ত্রীকে এসিড মারার হুমকিও দেয়া হয়েছে। এ বিষয়টি পুলিশকে না জানানোর জন্য ওই প্রকৌশলীকে বলা হয়। তা মানা না হলে তার পরিণতির জন্য তিনিই একাই দায়ী থাকবেন বলে ওই ক্ষুদে বার্তায় তাকে সতর্ক করা হয়।

শেষে বলা হয় আমরা মরলে শহীদ বাঁচলে গাজী। নারায়ে তাকবির আলাহু আকবর। ক্ষুদে বার্তাটি মাওলানা দাউদ শিকদার নামে পাঠানো হয়। সেখানে আইএস সদস্য পরিচয় দিয়ে আনসার উল্লাহ বাংলা টিমের নাম সংক্ষেপে (এ.বি.টি) লিখে আই.এন.সি বিডি উল্লেখ করা হয়।

প্রকৌশলী মাহবুবুর রহমান আরো জানান, তিনি বিষয়টি রংপুর পুলিশ সুপার ও র‌্যাব-১৩ রংপুরকে জানিয়েছেন। র‌্যাবের একটি দল তার রংপুরের বাস ভবনে গিয়ে পরিবারের নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।

শনিবার এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করবেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ