সিসি নিউজ: স্ত্রীর পরকিয়া ঘটনা সইতে না পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আনার (৪০) নামের এক ব্যক্তি। সদর উপজেলার গোড়গ্রাম হাজীপাড়া গ্রামের মোঃ আনারের স্ত্রী ২ সন্তানের জননী শেফালীর বেগমের সাথে একই এলাকার জনৈক যুবকের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকাবাসী জানায়, ১৫ ডিসেম্বর রাতে ওই যুবকের সাথে ঘর ছাড়ে শেফালী বেগম। এদিকে ১৬ ডিসেম্বর স্ত্রীকে আনার জন্যে ধোবাডাঙ্গা গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে গেলে স্ত্রী তার সাথে খারাপ আচরন করে। স্ত্রীকে বাড়ি ফেরার জন্য বার বার অনুরোধ করার পরেও স্ত্রী তা প্রত্যাখান করায় রাতে বাড়ির সামান্য দূরে একটি লিচু বাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আনার। ১৭ ডিসেম্বর বিকেলে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ ফিরিয়ে দেয়।