সিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় বাসার মালিকদের কাছে ভাড়াটিয়াদের তালিকা চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের পক্ষে গোটা শহরে মাইকিং ও এসএমএসের মাধ্যমে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
থানা পুলিশের সূত্র জানায়, অন্য এলাকা থেকে এসে লোকজন ভুয়া পরিচয় দিয়ে শহরের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ভাড়া নিয়ে অপরাধ সংঘটিত করে চলেছে। সংঘবদ্ধ অপরাধীরা ফলে ধরাছোঁয়ার বাইরে থাকছে। এসব অপরাধীদের সনাক্ত করতে এবং ভবিষ্যৎ অপরাধ ঠেকাতে থানা পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, পুলিশের নির্দেশনায় ভাড়াটিয়াদের তিন কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ বাসবাড়ির মালিকের প্রত্যয়নপত্রসহ অন্যান্য কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহল করা হবে বলে জানান তিনি।