সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন নির্বাচনী এলাকায় সমানতালে গণসংযোগ করেছেন। তিনি এবং দলের নেতাকর্মীরা প্রতিদিন চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে। দিনের প্রথম ভাগে তিনি করছেন গণসংযোগ আর বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত করছেন পথসভা।
রোববার তিনি ২নং ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। সন্ধ্যায় শহরের মিস্ত্রিপাড়া মোড়ে পথসভা করেন। পথসভায় তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি সৈয়দপুর পৌরনাগরিকদের সকল সুযো্গ সুবিধা প্রদান করবেন। তিনি বিগত মেয়র প্রার্থীদের প্রসঙ্গে বলেন, চোখের সামনেই দেখা গেছে তাদের উন্নয়ণের হাল-হকিকত। পৌরবাসী বঞ্চিত হয়েছে তাদের নাগরিক সুযোগ সুবিধা থেকে। মিথ্যা আশ্বাস দিয়ে বারবার সৈয়দপুরের মানুষকে বোকা বানিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে মিথ্যাবাদীকে প্রত্যাখান করার আহবান জানান তিনি।
পথসভায় বাংলাদেশ আ’লীগ সৈয়দপুর উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।