সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা শহরে লিফলেট বিতরন করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জিআরপি মোড় থেকে ওই লিফলেট বিতরন করা হয়।
জনগনের হাতে দেয়া লিফলেটের মাধ্যমে পুলিশ শহরের বাসা-বাড়ি মালিকদের তাদের ভাড়াটিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ প্রয়োজনীয় তথ্য যাচাই করে বাসা ভাড়া প্রদানের অনুরোধ জানানো হয়। এছাড়া ভাড়াটিয়াদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ছবিসহ পূর্ণাঙ্গ তথ্য থানায় জমা দেয়ার অনুরোধ জানান।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি ও জঙ্গীদের সম্পর্কে তথ্য পুলিশকে প্রদান, অনিবন্ধিত মোবাইল সিম ব্যবহার থেকে বিরত থাকাসহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।