সিসি নিউজ: বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা অপু উকিল বলেছেন, বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আগামীতে বাংলাদেশের অস্তিত্ব¡ হুমকির মুখে পড়বে।
বুধবার বেলা ৩টায় নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকনের পক্ষে প্রচারণার সময় এক পথসভা তিনি একথা বলেন।
পথসভায় শহীদ বুুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে ও প্রজন্ম ৭১’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাট্যব্যক্তিত্ব শমী কায়সার বলেন, আমার বাবাকে স্বাধীনতা যুদ্ধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে বাবাকে হারিয়েছি। কিন্তু তারপরও স্বপ্ন দেখি আপনাদের নিয়ে। বাবা নেই আপনারাতো আছেন। আমি আপনাদের কন্যা। শহীদ পরিবারের কন্যা হিসেবে আপনাদের কাছে স্বাধীনতার শক্তি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছি। মনে রাখবেন নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক।
উপজেলা আ’লীগের সভাপতি জাওয়াদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক আমেনা কোহিনুর আলম, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, রংপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেত্রী নাসিমা জামান ববি, নীলফামারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ’লীগ নেত্রী আরিফা সুলতানা লাভলী প্রমুখ।
অতিথিরা পথসভায় আওয়ামী লীগ মনোনীত পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকনের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে তার পক্ষে ভোট চান।