লালমনিরহাট: লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাঁশ বোঝাই ট্রাক উল্টে পথচারী দাদা-নাতি নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের ৩ শ্রমিক।
নিহত দাদা আব্দুর জব্বার (৬২) ও নাতি মরিফুল ইসলাম (১৩) কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া গ্রামের বাসিন্দা। মরিফুল ইসলাম হাজরানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার(২৪ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকার নবনির্মিত কালভার্টে দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা বাশঁ বোঝাই একটি ট্রাক ভূল্লারহাট বাজার এলাকায় নবনির্মিত কালভার্ট অতিক্রম করার সময় উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় পথচারী দাদা আব্দুল জব্বার ও নাতি মরিফুল ইসলাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকে থাকা ৩ শ্রমিক আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে ছটকে পড়েন।
এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন ও অবরোধ তুলে নিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনঞ্জুরুল রহমান ঘটনার সত্যাতা নিশ্চত করে জানান, নবনির্মিত কালভার্টটি মাঝে পড়ে গেলে উদ্ধার করতে অসুবিধা হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।কালভার্টের নিচে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।