• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শো-ডাউন নীলফামারীতে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের মানববন্ধন প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ

বিয়ের পিঁড়িতে বসলেন কণ্ঠশিল্পী শাকিলা

New Rose Cafe, Saidpur

শাকিলা জাফরবিনোদন ডেস্ক: আবারও বিয়ের পিঁড়িতে বসলেন কণ্ঠশিল্পী শাকিলা। জীবনসঙ্গী হলেন রবি শর্মা। ঘরোয়াভাবে তারা বিয়ে করেছেন বেশ আগে। তবে আনুষ্ঠানিকভাবে এই প্রথম গণমাধ্যমে খবরটি জানালেন শাকিলা। আড়াই বছর আগে দুজনার পরিচয়। তবে পরিণয় ঘটে এ বছরই।

রবি তড়িৎ প্রকৌশলী হলেও তিনি এখন করপোরেট জগতের মানুষ। তবে তার বড় পরিচয়, তিনি একজন কবি। নিয়মিত কবিতা লেখেন। কিছুদিন আগে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টাইমস মিউজিক থেকে

মুনলাইট হুইসপার নামে তার লেখা গানের একটি অ্যালবাম বেরিয়েছে। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই অ্যালবামটির প্রকাশনা উত্সবে উপস্থিত ছিলেন শাকিলা।

শাকিলা প্রসঙ্গে রবি বলেন, ওর সঙ্গে যখন পরিচয় হয়, তখনো আমি জানতাম না যে ও একজন শিল্পী। পরে জানতে পারি। ধীরে ধীরে ওকে আমার ভালো লেগে যায়। একসময় ওকে আমি বিয়ের প্রস্তাব দিই। শাকিলাও সাড়া দেয়।

রবি সম্পর্কে শাকিলার কাছে জানতে চাইলে তিনি বলেন, অনেক দিন ধরেই রবিকে আমি চিনেছি, জেনেছি। ও আগাগোড়াই একজন ভালো মানুষ। একজন ভালো কবিও। আমাদের বোঝাপড়াটা ভালো।আমিও একা ছিলাম। পারস্পরিক সমঝোতায় বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার পরিবারের সবাই রবিকে খুবই পছন্দ করেছেন।

মাঝে শোনা গিয়েছিল, শাকিলা জাফরের সঙ্গে তার প্রথম স্বামীর মধ্যে বনিবনা হচ্ছিল না। পারস্পরিক সন্দেহ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এ কারণে তারা মাঝে কিছুদিন আলাদা থেকেছেন। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন।

সম্প্রতি শাকিলা জাফর নামের শেষে তার স্বামীর টাইটেল ‘জাফর’ শব্দটি আর ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিলেন বিভিন্ন টিভি চ্যানেল ও গণমাধ্যেমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ