কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে র্যাব-৫ (রাজশাহী) এর উপ সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন সেলিম (৪০) আহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার রামদী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাজ্জাদ হোসেন সেলিম উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর উত্তরপাড়ার আব্দুল হাতেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাজ্জাদ হোসেন তিনদিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার রাতে আগরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাড়ি ফেরার পথে কয়েক দুর্বৃত্ত তাকে হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।