• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শো-ডাউন নীলফামারীতে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের মানববন্ধন প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ

বাগমারায় বিস্ফোরণে নিহত যুবকই বোমা বহনকারী: চিকিৎসক

New Rose Cafe, Saidpur

129574_1রাজশাহী: জেলার বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর গ্রামে কাদিয়ানি মসজিদে নিহত যুবকই বোমা বহনকারী বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

শনিবার দুপুরে নিহত যুবকের ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই যুবক বোমার আঘাতেই মারা গেছেন। কেননা তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার লিভার থেকে চারটি স্প্লিন্টার বের করা হয়েছে। বোমাটি বাম দিকে থাকায় তার শরীরের বাম অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতেও বেশ ক্ষত রয়েছে। সব মিলিয়ে বলা যায় নিহত ওই যুবকই বোমা বহনকারী ছিল।’

এদিকে ঘটনার পর র্যাতব সদস্যরা মচমইল সৈয়দপুর এলাকার থেকে আশরাফ ও শহিদুল নামে দুই ব্যক্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর এই দুই যুবকের সন্ধান মিলছিল না।

আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের আঞ্চলিক প্রধান মো. সালাউদ্দিন জানান, ওই দুই যুবককে আটকের বিষয়টি র‌্যাব তাকে নিশ্চিত করেছে।

তিনি বলেন, বোমা হামলার ঘটনার পর থেকেই আশরাফ ও সালাউদ্দিন নিখোঁজ ছিল। তাদের অনেক খুঁজাখুঁজির পর না পেয়ে র্যাফবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করে।

রাজশাহী র‌্যাব ৫ এর উপ-অধিনায়ক মেজর আব্দুস সালাম জানান, ওই ঘটনায় সৈয়দপুর এলাকার দুইজনকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে বোমা হামলার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা মেলেনি। তাই তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই দুইজনকে পরিবারের হাতে বুঝিয়ে দেওয়া হবে।

শুকোবার উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর গ্রামে কাদিয়ানি সম্প্রদায়ের মসজিদের ভেতরে জুম্মার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। হামলায় আহত হন ওই গ্রামের বলাই তালুকদারের ছেলে ময়েজ উদ্দিন (৪০), মৃত তালুকদারের ছেলে সাহেব আলী (৩৬) এবং মুকুল হোসেনের ছেলে নয়ন (১২)।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার তদন্তভার দেওয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ