রাজশাহী: জেলার বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর গ্রামে কাদিয়ানি মসজিদে নিহত যুবকই বোমা বহনকারী বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
শনিবার দুপুরে নিহত যুবকের ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই যুবক বোমার আঘাতেই মারা গেছেন। কেননা তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার লিভার থেকে চারটি স্প্লিন্টার বের করা হয়েছে। বোমাটি বাম দিকে থাকায় তার শরীরের বাম অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতেও বেশ ক্ষত রয়েছে। সব মিলিয়ে বলা যায় নিহত ওই যুবকই বোমা বহনকারী ছিল।’
এদিকে ঘটনার পর র্যাতব সদস্যরা মচমইল সৈয়দপুর এলাকার থেকে আশরাফ ও শহিদুল নামে দুই ব্যক্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর এই দুই যুবকের সন্ধান মিলছিল না।
আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের আঞ্চলিক প্রধান মো. সালাউদ্দিন জানান, ওই দুই যুবককে আটকের বিষয়টি র্যাব তাকে নিশ্চিত করেছে।
তিনি বলেন, বোমা হামলার ঘটনার পর থেকেই আশরাফ ও সালাউদ্দিন নিখোঁজ ছিল। তাদের অনেক খুঁজাখুঁজির পর না পেয়ে র্যাফবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করে।
রাজশাহী র্যাব ৫ এর উপ-অধিনায়ক মেজর আব্দুস সালাম জানান, ওই ঘটনায় সৈয়দপুর এলাকার দুইজনকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে বোমা হামলার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা মেলেনি। তাই তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই দুইজনকে পরিবারের হাতে বুঝিয়ে দেওয়া হবে।
শুকোবার উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর গ্রামে কাদিয়ানি সম্প্রদায়ের মসজিদের ভেতরে জুম্মার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। হামলায় আহত হন ওই গ্রামের বলাই তালুকদারের ছেলে ময়েজ উদ্দিন (৪০), মৃত তালুকদারের ছেলে সাহেব আলী (৩৬) এবং মুকুল হোসেনের ছেলে নয়ন (১২)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার তদন্তভার দেওয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে।