সিসি নিউজ: সৈয়দপুর পৌর এলাকার দূর্গা ওয়েল মিল ক্যাম্প থেকে পুলিশ ৩ ট্রলি ইট জব্দ করেছে।আজ সোমবার বেলা ৩টার দিকে ইটগুলো জব্দ করে পুলিশ নিজ হেফাজতে নিয়েছে।
ট্রলির চালক মোতালেব, নূরনবী ও মাহবুব জানান, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ইলিয়াছ হোসেন তাদেরকে স্থানীয় একটি ভাটা থেকে ই্টগুলো তুলে দেয় এবং তার নির্বাচনী এলাকার দূর্গা মিল ক্যাম্পে পৌছি দেয়ার নির্দেশ দেয়। যথাস্থানে পৌছে দেয়ার পর ওই প্রার্থীর লোক জনৈক সামসাদ তাদেরকে ভাড়া পরিশোধ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্পবাসী জানান, তিন দিন আগে এই স্থানে ডালিম মার্কার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইলিয়াছ হোসেন ক্যাম্পে নির্বাচনী পথসভা করেন। সেখানে ক্যাম্পবাসীর জন্য সামসুল হক ফাউন্ডেশন স্কুলের সামনে খালি জায়গায় ভরাট করার প্রতিশ্রুতি দেয়। এবং সে মতে আজ তিনি ওই ইটগুলো পৌছে দেয়। তাদের মতে আমরা কোন কিছুর বিনিময়ে ভোট বিক্রি করতে চাই না। ওই প্রার্থী ভোটারদের ভোট পেতে ইটগুলো দিয়েছে। কিন্তু আমরা তা গ্রহণ না করে ইটসহ ট্রলিগুলো আটক করে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, ইটগুলো জব্দ করা হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে।