লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
সোমবার দুপুরে লালমনিরহাট জজ আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফিরোজ হায়দার জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ছিলেন।
নাশকতার মামলার আসামি হওয়ায় লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে বলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মাহফুজার রহমান জানান।