সিসি নিউজ : আজ ৩০ ডিসেম্বর বুধবার দেশের ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। দেশের প্রথমবারের মাতো দলীয় প্রতীকে এ স্থানীয় নির্বাচন সকাল ৮ থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রায় ১২ হাজার প্রার্থী এ নির্বাচনে লড়ছে। এর মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৯৪৫ জন।
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছে। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে।নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসারসহ ১ লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।