সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে বেসরকারী ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন।আমাদের কাছে প্রাপ্ত তালিকা মতে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন মো. শাহিন হোসেন প্রতীক পাঞ্জাবী (১), শেখ মোহন প্রতীক টেবিল লাম্প (৫), মো. শাহিনুর ইসলাম মিঠু প্রতীক ডালিম (৬), মো. শাহিন আকতার প্রতীক গাজর (৭), মো. আল মামুন সরকার প্রতীক পানির বোতল (৮), মো. আজগার আলী প্রতীক পানির বোতল (৯), কাজী মনোয়ার হোসেন (হায়দার) প্রতীক ডালিম (১০), এরশাদ হোসেন পাপ্পু প্রতীক পাঞ্জাবী (১১), মো. আব্দুল খালেক সাবু প্রতীক গাজর (১২), সৈয়দ মঞ্জুর আলম প্রতীক ডালিম (১৩), আবিদ হোসেন (লাড্ডান) প্রতীক পাঞ্জাবী (১৪) এবং মো. তারিক আজিজ প্রতীক পাঞ্জাবী (১৫)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে কনিকা রানী সরকার প্রতীক আঙ্গুর (৭, ৮, ৯), মোছা: মিনারা বেগম প্রতীক কাচি (১০, ১১, ১২) এবং মোছা: জোসনা বেগম প্রতীক চকলেট (১৩, ১৪, ১৫) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ যে, ২ নং, ৩ নং ও ৪ নং ওয়ার্ডের ৪টি কেন্দ্রের নির্বাচন স্থগিত রয়েছে।