সিসি নিউজ: জলঢাকা পৌরসভায় মেয়র পদে বিএনপি প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য আওয়ামীলীগের অঙ্গ সংগঠন কৃষকলীগে যোগদানকারী সাবেক মেয়র ও জাপা নেতা ইলিয়াস হোসেন বাবলু। বিএনপি’র এ নেতা ধানের শীষ প্রতীকে ২ হাজার ১১৩ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯ হাজার ৬৫৫ টি। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ হোসেন বাবলূ নারিকেল গাছ প্রতীকে ৭ হাজার ৫৪০ ভোট পেয়েছেন। রিটার্নিং অফিসার জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবীব বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন। জলঢাকা পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৫৭৬ জন।