গাইবান্ধা : গাইবান্ধার ৩টি পৌরসভাতেই আ’লীগ দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। এরমধ্যে সুন্দরগঞ্জে আব্দুল্লাহ আল মামুন, গোবিন্দগঞ্জে আতাউর রহমান সরকার ও গাইবান্ধা পৌরসভায় শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
সুন্দরগঞ্জ পৌরসভা
সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে বে-সরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৮শ’ ৪১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আজাদুল করিম প্রামানিক নিপু (ধানের শীষ) ভোট পেয়েছেন ১ হাজার ৯শ’ ৯৩টি।
গোবিন্দগঞ্জ পৌরসভা
গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে বে-সরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৫ হাজার ৫শ’ ১০। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো. ফারুক আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৭শ’ ৯৩ ভোট।
গাইবান্ধা পৌরসভা
গাইবান্ধা পৌর নির্বাচনে মেয়র পদে বে-সরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৬শ’ ৪৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনওয়ার উল সারোয়ার (রেল ইঞ্জিন) পেয়েছেন ৭ হাজার ২শ’ ৭২ ভোট।