• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন |

মেয়ের মা হচ্ছেন টিউলিপ

New Rose Cafe, Saidpur

tulip 1_96748_0ঢাকা: ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক মা হচ্ছেন এমন খবর আগেই পাওয়া গেছে। সম্প্রতি তিনি বাংলাদেশে সফরে এসেছেন। আজ বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে টিউলিপ জানিয়েছেন, তিনি মেয়ের মা হচ্ছেন এবং মেয়েই তিনি চান।

“লেট’স টক উইথ টিউলিপ সিদ্দীক: রোড টু ওয়েস্টমিনিস্টার” শিরোনামের অনুষ্ঠানে যোগ দেন টিউলিপ। বুধবার বিকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

মা হওয়ার পর নতুন চ্যালেঞ্জ সম্পর্কে টিউলিপ বলেন, ‘আমি যে দল থেকে এমপি হয়েছি, সে দল থেকে আগে কোনো নারী এমপি হয়নি।’

এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রীর ভাগ্নী হিসেবে নিজের পরিবারের সঙ্গে বাংলাদেশের অন্য পরিবারের কোনো পার্থক্য দেখি না। আপনারা যা করেন, আমরাও তাই করি। রান্না করি, খালা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রান্না করতে পছন্দ করেন। ব্যাডমিন্টন খেলি। আপনারা যা করেন, আমরাও তাই করি। একই রকমের পরিবার।’

সংলাপে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, তরুণ নেতা এবং বিজ্ঞ ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ