• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন |

পিএসসি-জেএসসি পরীক্ষার ফল আজ

New Rose Cafe, Saidpur

পরীক্ষাঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) চারটি পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়া হবে।

পরে বেলা সাড়ে ১২টার দিকে পিএসসি এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেয়া হবে। বেলা দেড়টার দিকে জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গত ১ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়ে চলে ১৮ নভেম্বর পর্যন্ত। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ পরীক্ষার্থী অংশ নেয়।

অপরদিকে গত ২২ নভেম্বর শুরু হয় পিএসসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হয় ৩০ নভেম্বর। দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ