• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন |

বাইসাইকেলে অফিস গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী

New Rose Cafe, Saidpur

130324_1আন্তর্জাতিক ডেস্ক: বাইসাইকেলে চড়ে অফিস গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির রাস্তায় যান চলাচলে গাড়ির নম্বরের জোড়-বিজোড় বিধি কার্যকর হয়েছে শুক্রবার। এদিন বিজোড় সংখ্যা দিয়ে শেষ হওয়া নাম্বারপ্লেটের গাড়ি পথে নামে।

সিসোদিয়ার গাড়ির নাম্বারপ্লেট বিজোড় হওয়ায় প্রথম দিনে নিজের গাড়িতে অফিস যান তিনি।কিন্তু শনিবার জোড় সংখ্যার দিন হওয়ায় সাইকেলে অফিস গেলেন উপমুখ্যমন্ত্রী।

প্রথম দিনেই জোড়-বিজোড় বিধি বেশ ভালভাবে কার্যকর হয়েছে। বিধি ভাঙার অভিযোগে ২০৩টি গাড়িকে জরিমানা করা হয়।

অটোরিকশা বা ট্যাক্সি যাতে যাত্রীদের প্রত্যাখ্যান না করে তার জন্য দিনভর তৎপর ছিল পুলিশ। যাত্রীদের অভিযোগে ৭৬ জন অটোরিকশা চালককে আটক করে দিল্লি পুলিশ।

দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের উপর নির্ভর করেন অনেক যাত্রীই। দিল্লির ৬টি এলাকায় দূষণ মাপার যন্ত্র বসানো হয়েছে। নতুন বিধি কার্যকর হওয়ার পর রাস্তায় গাড়ির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে দূষণ কতটা কমেছে তা মেপে দেখা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ