কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, আ’লীগ সরকার কৃষক বান্ধব সরকার। বর্তমান সরকার কৃষকের ভাগ্যের উন্নয়নের নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ঘটাতে হলে কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষককের ভাগ্যের উন্নয়ন ঘটাতে বদ্ধ পরিকর। আ’লীগ সরকার যখনই ক্ষমতায় আসে, তখনেই দেশের কৃষকরা তাদের অতি কষ্টের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেয়ে থাকেন। এখন আর সার, ডিজেলের জন্য কৃষকদের হয়রানি হতে হয় না। দেশে বর্তমানে সার, বীজ, তৈল, কীটনাশকের কোনো সংকট নেই। আজ দেশ খাদ্য সংস্পূর্ণতা অর্জন করেছে। গত ০২ জানুয়ারী দিনাজপুরের কাহারোল সরকারী খাদ্য গুদামে চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আখেরুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিমল কান্তি সরকার, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মোঃ জিয়াউল শাহ্, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড সভাপতি আলহাজ্ব মোঃ মাজেদুর রহমান খোকন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, মোঃ কামাল হোসেন, আ’লীগ নেতা মনসুর আলী প্রমুখ।