• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন |

ফুলবাড়ীতে জাপার ৯ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

New Rose Cafe, Saidpur

pic-2মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পার্টি সহ ৯শতাধিক নেতা কর্মীর আওয়ামীলীগে যোগদান করেছে। আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম তার সমর্থক ও নেতা কর্মীদেরকে নিয়ে সবলে আওয়ীলীগে যোগদান করে। গত রবিবার রাত ৮টায় জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর সমর্থকদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ীলীগে যোগদান করেন। একই ধারাবাহিকতায় ঐ দিন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আতাউর রহমান ও ৩নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর সেকেন্দার আলী দুলাল ও ১, ২, ৩ সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর তঞ্জু আরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)’র হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন। এই নিয়ে আওয়ীলীগে সকলের প্রায় ৯ শতাধিক নেতা কর্মী যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সহ-সভাপতি মোঃ শাহাজাহান আলী সরকার পুতু,  সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান মিল্টন, জয়েন্ট সেক্রেটারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজেন্দ্র প্রসাদ শম্ভু, সাবেক ছাত্র নেতা মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা পৌর আওয়ীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান প্রমুখ। যোগদান অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতা কর্মী, বিভিন্ন ব্যবসায়ী মহল, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে বিজিবি ৮কোটি ৪২ লাখ ৪১ হাজার টাকার পণ্য আটক করেছে

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় গত ১ বৎসরে চোরাচালান অভিযান চালিয়ে ৮কোটি ৪২ লাখ ৪১ হাজার টাকার পণ্য আটক করে। এর মধ্যে আন্তঃমুখী ৮ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৫২৮ টাকা, বহিঃমুখী ১৮ লক্ষ ৬৫ হাজার ৫৪০ টাকা। জানুয়ারী ২০১৫ সালে আন্তঃমুখী ৭৩ লাখ ১৩ হাজার ৬২৫ টাকা, আটক ২জন, পলাতক ৪জন, মোট ৬জন। থানায় মামলা ১টি, চোরাচালান মামলা ১৭৮। ফেব্র“য়ারী আন্তঃমুখী ১ কোটি ১ লক্ষ ৬৭ হাজার ২০৪ টাকা, আটক ২জন, থানায় মামলা ১টি, মামলা ১২৫। মার্চ আন্তঃমুখী ৫২ লক্ষ ৬৮ হাজার ১০ টাকা, বহিমুখী ৯ হাজার, আটক ৭, থানায় মামলা ৪টি, মামলা ১৫৬টি। এপ্রিল আন্তমুখী ৫৮লক্ষ ৬২ হাজার ৪৬৬, বহিমুখী ২৮ হাজার ৩৮০, আটক ৪, পলাতক ৩, থানায় মামলা ৫টি, মামলা ১৪৬টি। মে আন্তমুখী ৫৪ লক্ষ ৯৭ হাজার ৬০৫, আটক ২, পলাতক ১, থানায় মামলা ২, চোরাচালান মামলা ১১২। জুন আন্তমুখী ১ কোটি ১৪ লক্ষ ২৬ হাজার ৫৯৩, বহিমুখী ৬৫৭৬০, আটক ২, থানায় মামলা ২, চোরাচালান মামলা ১৫২। জুলাই আন্তমুখী ৩৯ লক্ষ ৬ হাজার ৭৫, বহিমুখী ৪৯ হাজার ৮০০, আটক ১, পলাতক ৪, থানায় মামলা ৪, চোরাচালান মামলা ১০১। আগস্ট আন্তমুখী ৬১ লক্ষ ১৯ হাজার ৮৪০, বহিমুখী ১ লক্ষ ৫ হাজার ৭০০, আটক ২, পলাতক ৬, চোরাচালান মামলা ১৩০। সেপ্টেম্বর আন্তমুখী ৯২ লক্ষ ৬২ হাজার ১৫৭, বহিমুখী ১২ লক্ষ ৪৬ হাজার ২০০, আটক ৬, পলাতক ১০, চোরাচালান মামলা ১৫১। অক্টোবর আন্তমুখী ৫৩ লক্ষ ৯৮ হাজার ২৪২, বহিমুখী ১ লক্ষ ৩ হাজার ৫০০, আটক ৪, পলাতক ৫, থানায় মামলা ৬, চোরাচালান মামলা ১৮২। নভেম্বর আন্তমুখী ৮৪ লক্ষ ৩৫ হাজার ২৫৩, আটক ৩, থানায় মামলা ৩  চোরাচালান মামলা ১৬৫। ডিসেম্বর আন্তমুখী ৩৭ লক্ষ ১৮ হাজার ৪৫৮, বহিমুখী ২ লক্ষ ৫৭ হাজার ২০০, আটক ৯, পলাতক ২, থানায় মামলা ২, চোরাচালান মামলা ১১৯। গত ২০১৫ সালে চোরাচালান অভিযান চালিয়ে মোট ৪৪ জনকে আটক করেন। পলাতক রয়েছেন ৩৫ জন। থানায় মামলা দায়ের করেছেন ৪০টি। চোরাচালান সংক্রান্ত মোট মামলা দায়ের হয়েছে ১৭১৭টি ।
এ ব্যাপারে গতকাল সোমবার ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান গত ১ বৎসরে বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক সহ উল্লেখ্য টাকার মালামাল আটক করা হয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে সীমান্ত সংলগ্ন বিভিন্ন উপজেলায় পর্যায় ক্রমে চোরাচালান মামলা দায়ের করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ