পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দাতা সংস্থা ইউরোপিয় ইউনিয়ন ও সিডা এবং ডিয়াকোনিয়া এর সহযোগীতায় ‘ইপিটিএএলজি’ প্রকল্পের আওতায় এমকেপির বার্ষিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাব সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি কাজী নুরুল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, যুগ্ম সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, সাহিত্য সম্পাদক বিষ্ণুপদ রায়, ইপিটিএএলজির প্রকল্পের টিও পল্লব সমির, পিএফ তৈয়বুর রহমান প্রমূখ। এসময় স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক পরামর্শ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অংশগ্রহণ, গ্রাম আদালত কার্যকরণ বিষয়কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।